সাইফুদ্দিন, স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার অধিক জনপ্রিয়, সামাজিক, সেবামুলক সংগঠণ হলো “গলাচিপা মানব কল্যাণ সংস্থা- (GMKS)”
সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি এস,এম সাইফুদ্দিন সালেহী।
সংস্থার সাধারণ সম্পাদক কবি কে এম তুহিনের নির্দেশে দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে।
আজ বিশেষ বৈঠকে সকলের সিদ্ধান্তক্রমে সমাজসেবক জনাব মোঃ মনির শিকদার (রনি) কে “গলাচিপা মানব কল্যাণ সংস্থা-GMKS এর কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি নির্বাচিত করা হয়েছে।
জনাব মোঃ মনির শিকদার (রনি) সাহেবের পরিচিতি:-
নামঃ মোঃ মনির শিকদার ( রনি )
পিতাঃ মোঃ দেলোয়ার শিকদার
সাবেকঃ যুবলীগ সভাপতি
বতর্মানঃ সাধারণ সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ।
কলাগাছিয়া ইউনিয়ন শাখা।
বর্তমান পেশাঃ ব্যাবসা।।
ঠিকানাঃ গ্রাম কলাগাছিয়া পোঃ কলাগাছিয়া ইউনিয়ন কলাগাছিয়া।
(০১ নং ওয়ার্ড পুলিশ ফাড়ির পিছনে )
মোবাইল নম্বর ——01710770913❤
মোবাইল নম্বর ——01710297780🇧🇩
সংস্থার সভাপতি সাহেব বলেন:- আমাদের উপদেষ্টা পরিষদের মাননীয় সভাপতি জননেতা, জনাব মোঃ শাহ্ আলম সরদার সাহেবের পক্ষ থেকে তার জন্য দোয়া করি মহান বিধাতা যেনো তার সকল আশা পূরন করেন, তার সার্বিক মঙ্গল কামনা করি এবং তাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
গলাচিপা উপজেলার একঝাঁক তরুণ মেধাবীদের নিয়ে এ সংগঠণ এগিয়ে যাচ্ছে এবং যাবে ইনশা আল্লাহ।