বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন সালহী
জীবন চলার পথের কতনা যুদ্ধ,
কখনো মানুষকে করে দেয় হঠাৎ স্তব্ধ-
কারো কারো ঘুম আসে না রাজপ্রাসাদে ,
নিঃস্ব মানুষ গুলো সারাদিনের ক্লান্তি শেষে।।
গরীবের পেটে বাজে ক্ষুধার বাঁশী ,
কারো মুখে থাকে তিরস্কারের মুচকি হাসি-
একটু সুখে থাকার আশায়,
ভালবাসার জলে হৃদয় ভাসায় ।।
মিথ্যার জোরে সত্যকে করে পরাজিত,
সত্য পরিস্কার এক আরশি নগর -
মিথ্যা প্রবঞ্চনা কালাে আঁধার ধূসর ,
অন্তর অতৃপ্ত রবে পাপে কুলষিত ।।
স্বস্তি শান্তি খুঁজে শুধু বিবেকের দ্বারে ,
উচ্চবাক্যের চাদরে সত্যকে আবৃত-
অস্থায়ী শক্তিতে গড়ে মিথ্যার রাজত্ব ,
সত্য জলন্ত প্রদীপ দিবা নিশি পুড়ে।।
গােপন করে লুকানাে ঘটনা আড়াল,
হিংসা অহংকার বিদ্বেষ এ মনে-
অতলে ডুবে জীবন সত্যের সন্ধানে ,
মিথ্যার শিকলে বন্ধি চরিত্রে ভেজাল।।
মুমিন মুসলমান জয় পরাজয়ে,
ঈমানদার সর্বদা আল্লাহর ভয়ে,
পড়ো কোরআনের বানী তোমার প্রভুর নামে,
জিকিরের মাঝে আল্লাহ্ থাকে সর্ব খানে।।