সাইফুদ্দিন, নিজস্ব প্রতিনিধিঃ
আজ সকালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠণ-বিএসকেএস এর সম্মানীত কেন্দ্রীয় সভাপতি জনাব শেখ তিতুমীর সাহেব জানান যে, প্রথম ধাপে গতকাল সাংগঠনিক দক্ষতার উপর যেমন পদোন্নতি দেয়া হয়েছিলো, ঠিক তেমনি আজ তিন জনের কর্মস্পৃহা ও কর্মদক্ষতা অনুযায়ী দ্বিতীয় ধাপে পদোন্নতি দেয়া হলো।
নতুন পদোন্নতি ব্যক্তিদের নাম ঘোষণা করতে গিয়ে মাননীয় সভাপতি সাহেব বলেন-
মানবাধিকার কর্মী ও সাংবাদিক সাইফুদ্দিন সালেহী কে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন-বিএসকেএস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক করে,
(হিডো)পৃষ্ঠপোষকতায় বিএসকেএস কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক করা হলো।
সেই সাথে আজিজুল হক রাজু সাহেব কে কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সাংগঠনিক সম্পাদক পদবী বহাল রেখে, বিএসকেএস কেন্দ্রীয় উপঃকমিটির কার্যনিবাহী সহ- সভাপতি করা হলো । আরো আনন্দের সাথে জানানো যাইতেছে যে সাংবাদিক মোঃ আব্বাস উদ্দিন কে বিএসকেএস কেন্দ্রীয় কার্যনিবার্হী গন-যোগাযোগ বিষয়ক সম্পাদক পদবী বহাল রেখে, বিএসকেএস -কেন্দ্রীয় উপঃকমিটির সাংগঠনিক সম্পাদক করা হলো।
আপাদত এরাই বিএসকেএস কেন্দ্রীয় কমিটির জাতীয় সম্মেলন কে গতিশীল করতে প্রতিষ্ঠাতা সভাপতির একান্ত সুপারিশে পুনাঙ্গ নিবার্চিত আগামী দুই সাপ্তাহের মধ্য আপনাদের কেন্দ্রীয় মনোনয়ন চিঠি আপনাদের সদস্য ফর্রম হাতে পেলে নিজ ঠিকানা পৌছে যাবে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু,
নিবেদক,
শেখ তিতুমীর,
সভাপতি -
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন -কেন্দ্রীয় কমিটি,