1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
রাজশাহীতে খাদ্য গুদামে দুর্নীতির অভিযোগে চারজনের বিরুদ্ধে দুদকের মামলা - এশিয়া বার্তা
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
এই দেশ হিন্দু-মুসলিম সকলের ইনসাফের অভিন্ন ঠিকানা: ব্যারিস্টার নজরুল ইসলাম  নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির প্রধান উপদেষ্টা হলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আবুল হোসেন খন্দকার নবাবগঞ্জে ব্রিজের কাজ শেষের আগেই বিল পরিশোধ ৫০ কোটি ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে চ্যানেল এস এর সাংবাদিকের মৃত্যু মানিকগঞ্জে অপারেশনের পর আবারো রোগীর মৃত্যু, গাফিলতির অভিযোগ স্বজনদের নবাবগঞ্জে সাবেক অতিরিক্ত আইজিপি সামসুদ্দোহা গ্রেপ্তার দোহারে মহিলা দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত মাহমুদপুর ইউনিয়ন শ্রমিকদলের কাউন্সিল অনুষ্ঠিত মানিকগঞ্জে টনসিলের চিকিৎসা নিতে এসে প্রাণ গেল গৃহবধূর! দোহারে বিএনপি নেতা হারুন মাস্টার হত্যাকাণ্ডে মূলহোতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

রাজশাহীতে খাদ্য গুদামে দুর্নীতির অভিযোগে চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ১০৯ বার পড়া হয়েছে

রাজশাহী জেলাপ্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ সরকারি খাদ্য গুদামের আলোচিত সেই ৬০ মেট্টিকটন ধান আত্মসাতের ঘটনায় তানোর উপজেলার খাদ্য নিয়ন্ত্রকসহ চারজন সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চলতি মাসের ১৫ সেপ্টেম্বর রাজশাহী জেলার দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক কামিয়াব আবতাহি উন নবী বাদি হয়ে রাজশাহী জেলা দুর্নীতি দমন কমিশনে মামলাটি দায়ের করেছেন। রাজশাহী জেলা দূর্নীতি দমন কমিশনের ১২০৩/১(৪) নম্বর স্বাক্ষরিত একটি বার্তায় এ মামলার বিষয়ে বিভিন্ন সরকারি দফতরে অবহিত করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, তানোর উপজেলার খাদ্য কর্মকর্তা আলাওয়াল কবির, কামারগাঁ খাদ্যগুদামের ওই সময়ের উপ-খাদ্য পরিদর্শক (ওসিএলএসডি) নয়ন কুমার, সহকারী উপ খাদ্য-পরিদর্শক আজিজুর রহমান ও খাদ্যগুদামের নিরাপত্তাকর্মী কুরবান আলী।

এর আগে গত ২৫মার্চ রাজশাহী জেলা খাদ্য কর্তকর্তা নাজমুল হক বাদি হয়ে তানোর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কামারগাঁ খাদ্যগুদামের ওসিএলএসডিসহ ৪জনের বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তানোর থানা পুলিশ তদন্ত করে বিষয়টি দুর্নীতি দমন কমিশনে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

রাজশাহী দূর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা সুত্রে জানা গেছে, চলতি বছরে অনিয়ম দুর্নীতি করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ওএলএসডিসহ ৪জন পরশ পর যোগ সাজসে কামারগাঁ খাদ্যগুদামের সরকারী ৬০ মেট্টিক টন ধান, (যার সরকারি মূল্য ১৫ লাখ ৬০ হাজার ২৬০ টাকা) ও খালি বস্তা ৩ হাজার ৩শ’ ৪৬টি, (যার সরকারি মূল্য ২লাখ ৬৭ হাজার ৬৮০ টাকা) মোট ১৮লাখ, ২৭হাজার, ৯৪০টাকা আত্মসাতের সুনির্দিষ্ট তথ্য প্রমানের পর মামলা করেন দুর্নীতি দমন কমিশন।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ কামারগাঁ খাদ্যগুদামের (ওসিএলএসডি) নয়ন কুমার মজুদকৃত গুদামের ধানের মধ্যে ৬০ মেট্রিক টন ধান অন্যত্র বিক্রি করে দেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে তৎকালিন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকের নির্দেশে রাজশাহী জেলা খাদ্য কর্মকর্তা নাজমুল হক ও জেলা কারিগরি খাদ্যপরির্দক সিহাবুল ইসলাম কামারগাঁ খাদ্যগুদামে পরিদর্শন করে ধান আত্মসাতের প্রমাণ পান।

ওইদিনই ধান আত্মসাতের বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হলে জেলা প্রশাসক তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোকে ঘটনাস্থলে গিয়ে কামারগাঁ খাদ্যগুদাম সিলগালা করার নির্দেশ দিলে কামারগাঁ খাদ্যগুদাম সিলগালা করে দেয়া হয়। এঘটনার পর কামাগাঁ খাদ্যগুদামের ওসিএলএসডি নয়ন কুমারকে অন্যত্র বদলি করে দেয়া হয়।

এনিয়ে রাজশাহী জেলা দুর্নীতি দমন কমিশন উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ধান ও খালি বস্তা আত্মসাতের দায়ে তানোর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, কামারগাঁ খাদ্যগুদামের ওসিএলএসডিসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন আরো কিছু তদন্ত বাকি আছে, এরপর তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখিন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓