সোনারগাঁ থানা প্রতিনিধি মোঃ জীবন আহমেদ।
আজ কর্মি সভায় জাতীয় মহিলা পার্টির কমিটি গঠনের কথা বলা হয়েছে,, ২৬-৯-২০২০ ইং তাং শনিবার বিকাল চার ঘটিকায় নারায়ণগঞ্জ ৩ নং ওয়ার্ডে উপস্থিত জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সোনারগাঁ আসন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এম পির সহ ধর্মিণী ডালিয়া লিয়াকত বলেন -আপনাদের এম পি আপনাদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত এবং যেকোন সমস্যায় যেকোন বিষয়ে সরাসরি তার কাছে বলতে পারেন ,বা আমাকে জানাবেন, আমরা আপনাদের পাশে থাকতে চাই এবং সব ধরনের সমস্যায় আমরা সমাধানে আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ, আমরা প্রত্যেক মানুষের বন্ধু ও আপনজন হয়ে কাজ করতে চাই,
৩ নং ওয়ার্ডে কমিটির জন্য রেখা আকতারের সভাপতিত্বে আহবায়ক কমিটি ঘোষনা করা হয়, এ সময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকারের সোনারগাঁ শাখার চেয়ারম্যান জাহানারা আকতার, প্যানেল মেয়র জায়েদা আকতার মনি, সাবেক প্যানেল মেয়র রোকসানা আকতার, কাউন্সিলর নুরনাহার ১/২/৩ নং ওয়ার্ড, কাউন্সিলর ৭/৮/৯ নং পারভিন আকতার এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি জাবেদ রায়হান (জয়), এবং পরিচালনায় - জাতীয় সেচ্ছাসেবক পার্টির পৌরসভার সভাপতি ওমর ফারুক টিটু আরো উপস্থিত ছিলেন অন্যান্য নেতা,নেত্রী বৃন্দ।।।
সোনারগাঁ থানা প্রতিনিধি :-জীবন আহমেদ