1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মৎস্য অভিযানে ভ্রাম্যমান মোবাইল কোর্টের ১৫ হাজার মিটার কারেন্ট জাল জদ্ব। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০

মৎস্য অভিযানে ভ্রাম্যমান মোবাইল কোর্টের ১৫ হাজার মিটার কারেন্ট জাল জদ্ব।

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৮০ বার পড়া হয়েছে

বিধান কুমার বিশ্বাস। রাজবাড়ী জেলা প্রতিনিধি

১৪ অক্টোবর থেকে ০৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, বাজারজাতকরন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ।

এ কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৮ অক্টোবর ২০২০ খ্রি. তারিখ ভোর হতে রাজবাড়ী জেলার অন্তর্গত পদ্মা নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০’ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় প্রায় ১৫,০০০ মিটার, যার মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা।

নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ আহরণ করার অপরাধে ৯ জন জেলের প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। এ অভিযানে আরও অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, রাজবাড়ী সদর উপজেলার পুলিশ সদস্য বৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ সকল অভিযানের মাধ্যমে মা ইলিশ রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। সরকারি নির্দেশ অমান্য করে মৎস্য আহরণকারী সকল প্রকার নৌকা, ট্রলার ও জাল বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি রাজবাড়ী জেলার সকল বরফকল বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এ নির্দেশের ব্যত্যয় দেখা গেলে তার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓