শাহাদাত হোসেন,কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধিঃদৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
______________________
নোয়াখালী কোম্পানীগঞ্জে ঐতিহ্যবাহী প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান 'ক্রিসেন্ট স্কুল এন্ড কলেজ' বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় শিক্ষার্থীদের স্বার্থে ৫০% বেতন কমিয়েছেন।যা গত এপ্রিল মাস হিসেবে করোনা ভাইরাস সংকট নিরসন সময় পর্যন্ত বহাল থাকবে।একই সময় আরো সুসংবাদ দেওয়া হয় যে,করোনা ভাইরাস সংকটে মানবিক বিবেচনায় ২০২১ শিক্ষাবর্ষে নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হবে।
এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অত্র এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ,শিক্ষার্থী ও অভিভাবকরা।
এদিকে বেতন কমানোর এ সিদ্ধান্ত এলাকায় ছড়িয়ে পড়লে উক্ত প্রতিষ্ঠানের প্রতি সবার সুদৃষ্টি সৃষ্টি হয়েছে।যেখানে করোনা সংকটে শিক্ষার্থীরা টিউশন ফি আদায় করতে হিমসিম খাচ্ছে,সেখানে এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন কমিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানান শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা শিক্ষানুরাগী স্কুল ম্যানেজিং কমিটি ও অধ্যক্ষকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীবান্ধব বলে অভিহিত করেন।