1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
পুলিশ যখন সাধারণ মানুষের বন্ধু' - এশিয়া বার্তা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০

পুলিশ যখন সাধারণ মানুষের বন্ধু’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ২৪৩ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি: পুলিশ যে আর ভয় বা আতঙ্কের কারণ নয় তারই প্রমাণ বহন করে চলেছেন বগুড়া জেলার শাজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর শামীম হাসান। তরুণ প্রজন্মের এই পুলিশ অফিসার শাজাহানপুর থানার আমরুল ইউনিয়নের বিট পুলিশিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। নিয়মিত ডিউটির ফাঁকে তিনি প্রায়ই তার বিট এলাকা ঘুরে দেখেন। আমরুল ইউনিয়নের সাধারণ জনগণের সাথে মিশে গেছেন এই পুলিশ অফিসার। অপরাধ দমনে এসআই শামীম হাসানের ভূমিকা অবিসস্মরণীয়। তার পদচারণায় আমরুল ইউনিয়নের তালিকাভুক্ত চোর, মাদকসেবী, মাদক ব্যবসায়ীরা এবং পেশাদার অপরাধীরা বাড়ি ছেড়েছে। তিনি সকল অপরাধীদের কড়া বার্তা জানিয়ে দিয়েছেন যে কোন ধরনের আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ সহ্য করা হবে না। এলাকায় ছোটখাটো সমস্যার সমাধান করেন মুহূর্তেই। সাব-ইন্সপেক্টর শামীম আমরুল ইউনিয়নের মোবার মার্কেট, গোবিন্দপুর বাজার, নগর হাট, রাজারামপুর বাজার, শৈলধুকড়ী খালের পাড় সহ যে কোন এলাকায় গেলেই এলাকার সাধারণ মানুষ তাকে ঘিরে থাকতে দেখা যায়। বিট এলাকায় যেকোন সমস্যার সৃষ্টি হলেই চেয়ারম্যান ,মেম্বার ও জনপ্রতিনিধিদের নিয়ে দ্রুত সে সমস্যার সমাধান করেন। আমরুল ইউনিয়ন বাসীর একটি আস্থা ও বিশ্বাসের জায়গা দখল করে নিয়েছেন এই পুলিশ অফিসার। আমরুল ইউনিয়নের মানুষের মুখে মুখে এখন এই মানবিক পুলিশ অফিসারের নাম। এসআই শামীম জয় করে নিয়েছেন সাধারণ মানুষের মন। তার কথায় ভিন্নতা প্রকাশ করার মানুষ আমরুল ইউনিয়নে খুঁজে পাওয়া ভার। সত্য ও ন্যায়ের জন্য তিনি যেমন কোমল, অন্যায়ের বিরুদ্ধে তেমনি কঠোর। কেউ কোন অন্যায় করলে তিনি তাকে আইনের দ্বারস্থ করে শাস্তির ব্যবস্থা করেন। অপরদিকে তিনি একজন ভালো আইনি পরামর্শ দাতা।বিভিন্ন সময়ে থানা এলাকার মানুষ তার কাছে আইনি পরামর্শ জন্য গেলে তিনি সবাইকে উত্তম পরামর্শ দেন। তার সাথে মোবাইল ফোনে কথা বলতে পারেন যেকোনো বয়সের মানুষ। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির, হাট-বাজারের সভাপতি ও প্রধানদের এসআই শামীম দিয়েছেন যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস। আইনের সেবা আমরুল ইউনিয়নের সর্বএ পৌঁছে গেছে এবং ভালো মনের পুলিশ অফিসার পেয়ে আমরুল ইউনিয়ন বাসী তাকে কাছে পেলেই কেউবা করমর্দন করে, কেউবা বুকে টেনে নেয় । আমরুল ইউনিয়নের মানুষ ইতিপূর্বে কখনো এমন জনতার পুলিশ দেখেনি এমন সমালোচনা বিভিন্ন বাজারে শোনা যায়। শাজাহানপুর থানার সর্বস্তরের মানুষ এসআই শামীম হাসান কে একজন বিনয়ী , সৎ ও আদর্শ পুলিশ অফিসার হিসেবে জানে। এসআই শামীম হাসান কে তার ব্যক্তিগত জীবন নিয়ে জিজ্ঞেস করলে তিনি জানান যে, তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার চয়রা গ্রামে ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণি হতে দশম শ্রেণী পর্যন্ত বৃত্তি সহ একটানা প্রথম স্থান অধিকার করেন। তিনি ঢাকা কলেজ থেকে ইংরেজি সাহিত্য অনার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি সাহিত্য মাস্টার্সে ফাস্ট ক্লাস পেয়ে শিক্ষা জীবন শেষ করেন । তিনি ২০১৮ সালে ৩৬ তম ক্যাডেট এস আই হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓