ভারত থেকে মনোয়ার ইমাম তিব্বত এর ব্রহ্মপুত্র নদের উৎস ইয়ারল্যঙ্গ জ্যারো নদীর উপর নির্মিত বাঁধ নির্মাণ করবে বলে জানা গেছে। চীনের সরকারি নিউজ গ্লোবাল নিউজ এর খবর আগামী 2021, থেকে 2025, মধ্যে এই কাজটি সম্পন্ন করবে।এই নদী বাঁধ নির্মাণ হলে সমস্যায় পড়তে পারে ভারত এর পূর্বে র বহু রাজ্যে। সেই সঙ্গে ভারত থেকে বাংলাদেশে যে জল যায় তার উপর প্রভাব বিস্তার করবে।এই ইয়ারল্যাঙ জ্যারো নদী তিব্বত ভীতর থেকে বয়ে ভারতের অরুণাচল প্রদেশে করে নাম হয়েছে সিয়াঙই পরে ভারতের অসম রাজ্যে প্রবেশ করে নাম হয়েছে ব্রহ্মপুত্র নদ।এই নদী ভারত হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে গেছে। যদি চীন এই নদীর উপর নির্মিত বাঁধ তৈরি করে তাহলে ব্রহ্মপুত্র নদের জল পেতে ভীষণ ভাবে অসুবিধা হবে ভারত ও বাংলাদেশের।তাই আগে থেকেই ভারত এই নির্মান কাজ এ প্রতিবাদ জানিয়েছে।এই নদী বাঁধ নির্মাণ করা হলে প্রকৃতির পরিবেশ নস্ট হতে পারে।সমস্যায় পড়বে ভারত ও বাংলাদেশের বিস্তৃন অঞ্চল। তবে চীন ভারত কথায় কান নাও দিতে পারে। কারণ ভারত এর আগে চীন থেকে উৎপন্ন সিন্ধু নদীর উপর নির্মিত বাঁধ নির্মাণ কাজ শুরু করতে যাওয়ার সময় প্রতিবাদ করেছিল। এবং ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান কে চাপে ফেলতে এই পদক্ষেপ গ্রহণ করেছে যাচ্ছিল। তখন চীন এই সিন্ধু নদীর মূল উৎস বন্ধ করে দেবার হুমকি দিয়েছিল। সেই থেকে নদী বাঁধ নিয়ে এবং কূটনীতিক ও সামাজিক এবং ব্যবসায়িক সম্পর্ক জোড়া লাগেনি। চীন ভারত কে চাপে ফেলতে বিভিন্ন যায়গায় সেনা মোতায়েন করেছে। কয়েক মাস আগে চীন ও ভারতের সেনাবাহিনী জোয়ানদের মধ্যে মারামারি তে ভারতের 20, সেনাবাহিনীর সদস্য নিহত হন। এবং চীনের প্রচুর পরিমাণে সেনা বাহিনীর সদস্যদের ক্ষতি হয়।যা চীন স্বীকার করে নি আজ পর্যন্ত। এবার দেখার বিষয় এই বাঁধ নির্মাণ কাজ শুরু নিয়ে দুই দেশের মধ্যে কি হয়।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।