এস.এম অলিউল্লাহ
ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাই পাড়া গ্রামের বীরমুক্তিযুদ্ধা শহীদুল হক মাষ্টার গতকাল শুক্রবার(৪/১২) বিকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লা..রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। শনিবার(৫/১২)সকাল ১০টায় তাঁর নিজ গ্রামের বাড়ি জুলাই পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়।তার জানাযায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন অংশগ্রহন করে শেষ বারের মত শ্রদ্ধা নিবেদন শেষে গ্রামের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের একটি সভ্রান্ত মুসলিম পরিবারে আনুমানিক ১৯৫২সালে জন্মগ্রহন করেন।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে তিনি সাহসীকতার সাথে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।স্বাধীনতার পর ১৯৭৫ সাল প্রথমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে তার কর্মময় জীবন শুরু করেন।পরবর্তি কয়েক বছর পরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।বিদ্যাকোট অমর বহুমূখী উচ্চ বিদ্যালয়,শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ও সর্বশেষ কুড়িঘর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করার গৌরব অর্জন করেছিলেন।এর মধ্যে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে প্রায় ২০মাস ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ২০১২ সালে অবসরে যান এবং অবসর পরবর্তি সময়ে আমরণ পর্যন্ত কুড়িঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন।শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,সুর সম্রাট আলাউদ্দীন খাঁ কলেজ,শিবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও তাঁর নিজ গ্রামে জুলাই পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্টার ক্ষেত্রে তার অসামান্য অবদান ছিল।এসব প্রতিষ্টানগুলোতে তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছিলেন।রাজনৈতিক জীবনে তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী।
তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।তার জানযায় ইউএনও এর প্রতিনিধি হিসেবে অংশ গ্রহন করেন শিবপুর ভূমি অফিসের নায়েব শাহ মো. নিয়ামতউল্লাহ,আরিফুল ইসলাম টিপু,শিবপুর ইউপির চেয়ারম্যান শাহীন সরকার,বিদ্যাকোট ইউপির চেয়ারম্যান ভিপি এনামুল হক,শিবপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি অলিওর রহমান ভূইয়া,সাবেক ইউপির চেয়ারম্যান শামসুল হক,রানা শামীম রতন,শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসাইন কবির,বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,ভোলাচং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর ফয়সাল,কু্ড়িঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানুল আলম ফারুক,শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.খবির উদ্দীন,অগনিত মুক্তিযুদ্ধাগণ সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।