1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বাগমারা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত - এশিয়া বার্তা
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০

বাগমারা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৯৯ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি

আনন্দঘন পরিবেশে মধ্যে দিয়ে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ নভেম্বর বাগমারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক সম্মেলনের এক মাসের মধ্যেই উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিক প্রকাশ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে উপজেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শপথ বাক্য পাঠ করান উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। তাঁর সাথে একই বাক্য পাঠ করেন উপজেলা আ’লীগের কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ। তারা হলেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ- সভাপতি মতিউর রহমান, আয়েন উদ্দীন চেয়ারম্যান, রিয়াজ উদ্দীন হেডমাস্টার, আহসান হাবীব হেডমাস্টার, হারুন অর রশিদ, মরিয়ম বেগম, এ্যাডভোকেট আফতাব উদ্দীন, জাহাঙ্গীর আলম হেলাল, যুগ্ম সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, কৃষি সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা কামাল, দফতর সম্পাদক নুরুল ইসলাম ঠান্ডু, ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম চেয়ারম্যান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, শ্রম সম্পাদক ছাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান হেডমাস্টার, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, আল-মামুন, সহ-দফতর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা।
সেই সাথে উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে অনিল কুমার সরকার, এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, অধ্যাপক আব্দুস সামাদ, অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, আবু বাক্কার মৃধা মুনছুর, আসলাম আলী আসকান, সোলাইমান আলী হিরু, প্রভাষক কাউছার আলী, আকবর আলী, অধ্যক্ষ আজহারুল হক, আব্দুল হামিদ ফৌজদার, লুৎফর রহমান, এস.এম. এনামুল হক, আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ, সুরাৎ আলী, সাফিনুর, আনোয়ার হোসেন, মাজেদুর রহমান সোহাগ, শাহরিয়ার, জাফর আহমেদ শিমুল, জাহাঙ্গীর আলম বাদশা, বকুল হোসেন খরাদি, মিজানুর রহমান, হাবিবুর রহমান মটর, আব্দুল মান্নান, হাছেন আলী, আখতারুজ্জামান বুলবুল, আতাউর রহমার, আব্দুল জলিল, লোকমান আলী, রেজাউল হক, মোজাম্মেল হক, জাহিদুর রহমান মিঠু এবং জয়নাল আবেদিন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজমুল হক মুন্টু, আর.কে মোসলেম উদ্দীন, মাহাবুর রহমান, মামুনুর রশিদ, মাওলানা মহসিন আলী, রনজিত কুমার সাহা, বেলাল হোসেন, ইয়াছিন আলী মাষ্টার, নাসির উদ্দীন, মকবুল হোসেন মৃধা এবং আব্দুল হামিদ (সাবেক চেয়ারম্যান)।

দলীয় গঠনতন্ত্র মেনে সংগঠনের স্বার্থে কাজ করা। ব্যক্তি স্বার্থের উর্দ্ধে থেকে দলীয় ও জনকল্যাণে কাজ করা। দলীয় সিদ্ধান্তের বাইরে নিজ স্বার্থে দলীয় পদ পদবী ব্যবহার না করা। দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও দলের প্রতি অনুগত থাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার পাশাপাশি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে বাগমারা উপজেলা আওয়ামী লীগকে আরো শক্তিশালী সংগঠন রুপে গড়ে তুলতে একতাবদ্ধ হয়ে কাজ করার শপথ গ্রহণ করেন নব গঠিত কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓