জীবন আহম্মেদ সোনারগাঁও থানা প্রতিনিধি
শনিবার (২৬শে ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ -৩(সোনারগাঁ) আসনে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্টান শেষে পৌরসভার উন্নয়ন প্রকল্পেও মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পৌর নাগরিক কমিটির সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও সোনারগাঁ পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মোল্লা। আসন্ন পৌর নির্বাচনে পৌর নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী ও এমপি পত্নী ডালিয়া লিয়াকত।বক্তব্যে এম পি খোকা বলেন,আমি কখনো ধোঁকা দিয়ে কাজ করিনা।সোনারগাঁয়ে যে অবৈধ গ্যাস কাটা হয়েছে। আমি জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে ডিউ লেটার দিয়ে প্রধানমন্ত্রীর হাতে পায়ে ধরে হলেও সোনারগাঁয়ের গ্যাস আমি বৈধ করার চেষ্টা করবো।আপনাদের সাথে নিয়ে পৌরসভায় মডেল পৌরসভা করবো । এসময় উপস্থিত ছিলেন,সাংগঠনিক সম্পাদক আবু নাইম ইকবাল,সহ সভাপতি মোহাম্মদ আলী,কবির নেয়াজ,মোতালিব মিয়া স্বপন,জাবেদ রায়হান জয়,আনিসুর রহমান বাবু,ফজল্লুল হক মাস্টার, সফিকুল ইসলাম সফি,হাসান ইমাম,ওমর ফারুক টিটু, বুুলবুল হাসান,জীবন আহম্মেদ, বেবী আক্তার, জায়েদা আক্তার মণি, আরো নেতা,নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।