আলো প্রিয়া চাকমা খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি থানাধীন ধর্মঘর ময়ুরখিল বটতলস্থ বিশাখা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ২ টি মোটরসাইকেল জব্দ করা হয়।
গতকাল বুধবার ৩০ ডিসেম্বর রাত ১০ঃ৪৫ মিনিটের সময় এ অভিযান পরিচালিত হয় বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া মোঃ নুরুল আবছার।
আটককৃত আসামিরা উভয় খাগড়াছড়ি পাবর্ত্য জেলার গুইমাড়া থানাধীন গোড়াইছড়ি এলাকার মৃত-বলি কুমারের ছেলে তপন চাকমা (২৪) ও মানিকছড়ি, থানাধীন দুধছড়ি(মেলঙ্গি পাড়া) এলাকার ক্ষিয়সেং এর ছেলে চৈইথৈই মারমা (২২)।
র্যাব-৭,এর সহকারী পরিচালক, হাটহাজারী ( সিপিসি-২) ক্যাম্প কমান্ডার মেজর মুশফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি থানাধীন ধর্মঘর ময়ুরখিল বটতলস্থ বিশাখা মহিলা সমিতি ক্লাব এর সামনে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও শনাক্ত মতে তাদের নিজ হেফাজতে থাকা মোটরসাইকেলের পিছনে বস্তার ভিতর হতে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ উক্ত (চট্ট-মেট্রো-হ-১৫-০৪৭৭ ও চট্ট-মেট্রো হ- ১৫-৯৮০৬) মোটরসাইকেল দুটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক সিন্ডিকেটের সাথে যোগসাজশে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ লক্ষ ৬০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামিদের খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।