বিধান কুমার বিশ্বাস।
রাজবাড়ী বড়পোলে আজ পহেলা জানুয়ারি লাইফ কেয়ার হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়।
লাইফ কেয়ার এর আয়োজনে লাইফ কেয়ার হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠানে লাইফ কেয়ারের পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন মিটুর সভাপতিত্বে কোরআন তেলাওয়াত ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয়। কোরান তেলাওয়াত করেন শাহ আলম ও গীতা পাঠ করেন কানু কুমার প্রামানীক। লাইফ কেয়ারের পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন মিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজি কেরামত আলী, এমপি, জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী -১,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃমো মোস্তাফিজুর রহমান, অধ্যাক্ষ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর,ডা মো ইব্রাহিম টিটন,সিভিল সার্জন,রাজবাড়ীর প্রতিনিধি, ডাক্তার এস এম হান্নান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজবাড়ী, খন্দকার নজরুল ইসলাম, সভাপতি, সি বি এ অগ্রণী ব্যাংক লিমিটেড কেন্দ্রীয় কমিটি, ঢাকা, অধ্যক্ষ, দিলীপ কুমার কর, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, রাজবারি, রাজবারি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, হেদায়েত হোসেন সোহরাব, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, গোলাম মোস্তফা বাচ্চু, চেয়ারম্যান,বানিবহ ইউনিয়ন পরিষদ, হাসপাতালের পরিচালক বৃন্দ ও স্টাফ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ মান্যগণ্য ব্যক্তি বিন্দ প্রমুখ।
লাইফ কেয়ার হাসপাতাল এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণমানুষের নেতা উন্নয়নের রূপকার আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বলেন, ইংরেজি নববর্ষের প্রথম দিনে লাইফ কেয়ার হাসপাতাল এর যাত্রা শুরু হতে চলেছে, রাজবাড়ীতে অনেক ক্লিনিক হাসপাতাল থাকা সত্ত্বেও উন্নত চিকিৎসার জন্য রোগীদের যেতে হয় ফরিদপুর কিংবা কুষ্টিয়া বা ঢাকা। লাইফ কেয়ার হাসপাতাল আধুনিকতার ছোঁয়া নিয়ে একটি আধুনিক হাসপাতাল গড়ে উঠবে। এখানে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে সুচিকিৎসা প্রদান করা হবে। এখন আর ডায়ালাইসিস,কার্ডিয়লজিস্ট,গাইনি এন্ড অবস বা সিটি স্ক্যানের জন্য ফরিদপুর ঢাকা যেতে হবে না রাজবাড়ীতে এর ব্যবস্থা থাকবে লাইফ কেয়ারে। লাইফ কেয়ারে এক মাসে যা রোগী দেখা হবে তার ৫% রোগীর ফ্রি চিকিৎসা প্রদান করা হবে ও সপ্তাহে একদিন রোগী ফ্রি দেখবে যাতে করে অসহায়,হতদরিদ্র ও সহায়-সম্বলহীন মানুষের সুচিকিৎসা প্রদান করা হবে। এই লাইফ কেয়ার চিকিৎসা প্রতিষ্ঠান যেন সুচিকিৎসার মেরুদন্ড হয় ও ব্যবসায় মূল লক্ষ্য না হয়ে সেবা যেন মূল লক্ষ্য হয় এ আহ্বানের মাধ্যমে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে প্রধান অতিথির বক্তব্য শেষ করেন।