বিশেষ প্রতিনিধি-
ফেনীর দাগনভূঞায় ৪বছরের শিশুকে যৌন নিপিড়নের ঘটনায় আবদুল হালিম(৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে দাগনভূঞা বাজারের মনু মোল্লা বাড়ীর লাম টাওয়ারের নীচ থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলার সুত্রে জানা যায়, শিশুটির মা গত ২তারিখ শনিবার বিকালে পাশের বাসায় সেলাইয়ের কাজ শিখতে যায়। এসময় মেয়েটি বাসার গলিতে খেলাধুলা করছিলো। এ সুযোগে কেয়ার টেকার হালিম শিশুটিকে ডেকে নিয়ে যায় ভবনের নীচতলায়। সেখানে যৌন নিপিড়ন করে বলে মেয়েটি তার মাকে জানায়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে দাগন ভুঞা থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত সাপেক্ষে কেয়ার টেকার হালিমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
নিপিড়ক হালিম সোনাগাজী চর ললক্ষিগঞ্জ গ্রামের মৃত লকিয়ত উল্যাহ ছেলে।