1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণের রাসিক মেয়র লিটন - এশিয়া বার্তা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০

ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণের রাসিক মেয়র লিটন

  • প্রকাশিত: শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৩৮১ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি আয়োজিত ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০-২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মহিলা কমপ্লেক্স মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বিভিন্ন টুর্নামেন্টে রাজশাহীর ক্রীড়াঙ্গন এখন মুখরিত। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। আগামীতেও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

মেয়র আরো বলেন, এবারের ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ১২০০ ক্রিকেটার অংশগ্রহণ করেছে। আশা করছি এদের মধ্য থেকেই বেরিয়ে আসবে বাংলাদেশের আগামী দিনের জাতীয় ক্রিকেটার।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, দেশ ট্র্যাভেলস্ এর সিনিয়র এসিস্ট্যাান্ট ডিরেক্টর ওয়ালিউল হাসান তারেক, ওয়ালটন রাজশাহীর সিনিয়র এ্যাসিসট্যান্ট ডিরেক্টর বানিজ মিঞা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার। শুভেচ্ছা বক্তব্য দেন শেখ মো: মামুন ডলার।

উল্লেখ্য, মহিলা কমপ্লেক্স মাঠে দুপুর ১২টায় ফাইনাল ম্যাচে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ বনাম রাজশাহী রাইডার্স আরাথ স্পোর্টস প্রতিদ্বন্দ্বিতা করে। শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। রাজশাহী রাইডার্স আরাথ স্পোর্টস নির্ধারিত ২০ ওভারের ৬ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে। জবাবে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ১৮.৩ ওভারে ৫ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে। শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ৫ উইকেটে জয়লাভ করে। রাজশাহী ক্রিকেট একাডেমির আয়োজনে ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সারাদেশ থেকে ৮০ টি দলের ১২০০ জন ক্রিকেট খেলোয়াড়ের অংশগ্রহণ করেছিল। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রাসিক এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের ট্রফি, নগদ অর্থসহ অন্যন্য পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল কে মেডেল ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা এবং রানার্স-আপ দলকে মেডেল সহ ট্রফি ও নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓