সিনিয়র প্রতিবেদক.
ঢাকার দোহারে বিশেষ ট্রাফিক অভিযান পরিচালনা করেছে পুলিশ। শনিবার দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৪টি মোটরসাইকেল, ৩টি বালুর গাড়ি (পিকাপ), ৩টি কাভার্ড ভ্যানকে ড্রাইভিং লাইসেন্স না থাকা, হেলমেট না থাকা, মোটরসাইকেলে ৩ জন উঠা, ট্রাফিক আইন না মেনে অতিরিক্ত গতিতে ঝুঁকিপূর্ণভাবে ড্রাইভ করা, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, গাড়িতে শিশুশ্রমিককে সহকারী হিসেবে রাখাসহ বিভিন্ন কারণে মামলা দেওয়া হয়। এসময় মোট ২৩ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ৪টি মোটরসাইকেল আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, ইন্সপেক্টর তদন্ত মো. আজহারুল ইসলাম, টিআই রাসেল আহমেদসহ দোহার থানা ও ট্রাফিক বিভাগের সদস্যগণ।