দোহার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহারের কার্তিকপুর বাজারে আঞ্চলিক মহাসড়কের উপরে অবৈধভাবে স্থাপন করা ড্রেজারের পাইপ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকলে ঐ স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। এমন উদ্যোগে প্রশাসনকে ধন্যবাদ জানান সাধারণ পথচারী ও যানবাহন চালকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে বাজারের আঞ্চলিক মহাসড়কে ড্রেজারের পাইপ দিয়ে জনদূর্ভোগ সৃষ্টি করে আসছিলেন স্থানীয় মারুফ নামে এক ব্যক্তি। গত দুদিনে ঐ স্থানে দূর্ঘটনায় আহত হয় তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাইপ কেটে অপসারণ করেন উপজেলা প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, কার্তিকপুর বাজারে আঞ্চলিক মহাসড়কের উপরে ড্রেজারের পাইপ নেয়ার কারনে জনদুর্ভোগ ও গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাইপ কেটে অপসারণ করা হয়েছে। তিনি আরও বলেন, মানুষের চলাচলে বিঘœ ঘটালে বা জনদূর্ভোগ সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না।