দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাই এর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে আরাফাত হোসেন (১৯) পিতা হাবিবুর রহমান হবি বাদি হয়ে দোহার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৬/১৭৫। ধারা ৩৪১/১৭০/১৭১/৩৯৪ পেনাল কোড ১৮৬০। তারিখ মঙ্গলবার (২৩ অক্টোবর) ২০২৩ইং।
মামলা সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বানাঘাটা পূর্ব পাওয়ার হাউজ ব্রীজের উত্তর পাশের মুকুল শেখের বাড়িতে সামনের পাকা রাস্তার উপরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বাদি আরাফাত হোসেন জানান, আমি আর আমার খালাতো ভাই মাসুদ পারভেজ সোমবার সাকাল সাড়ে ৭ টার দিকে ডাইয়ারকুম ইট ভাটায় ইট কেনার উদ্দেশ্যে যা-ই। সেখানে অজ্ঞতনামা তিন জন লোক পুলিশ পরিচয় দিয়ে আমাদের গতিরোধ করে। তিন জনের মধ্যে একজন পুলিশের পোষাক পরিধানসহ রিভলবার, ও লাঠি হাতে দাঁড়িয়ে ছিল। তার পরিহিত পোষাকে নাম লেখা ছিল রফিক।
গাড়ির কাগজ দেখতে চাইলে আমি গাড়ির কাগজ দেখাই। কাগজ দেখার পরে হেলমেট নাই কেনো জিজ্ঞেস করলে বলি হেলমেট বাসায়। তখন তারা আমাদের বাসায় যাবে বলে জানায়। বাসায় যাওয়ার জন্য সামনে এগুলে ফাঁকা রাস্তার নির্জন ব্রীজের পাশে গাড়ি থামিয়ে আমাদের দুই ভাইকে পুলিশের স্টিক দিয়ে পিটিয়ে ইয়ামাহা এফজেট এস ভার্সন-৩, রেজিষ্ট্রেশন নাম্বার- ঢাকা মেট্রো-ল ৫৩-২৪৭০ কালো রঙের মোটরসাইকেল ও একটি স্যামসাং এ-১০ এস মোবাইল ফোন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় বলে যায় থানা থেকে গাড়ি ও মোবাইল ফোন নিয়ে যেতে। পরবর্তীতে দোহার থানা ও নবাবগঞ্জ থানায় খোঁজ নিয়ে জানতে পারি দুই থানায় এই নামের কোনো পুলিশ নেই এবং গাড়িও আটক করা হয়নি। পরে দোহার থানায় একটি মামলা করি।
এবিষয়ে দোহার থানায় মামলার দায়িত্ব প্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই জাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাত তিন জনের নামে দোহার থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলার তদন্ত চলমান আছে।