দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খানের ছোট ভাই দোহার উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. মোতালেব খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার কাটাখালি মিছের খান উচ্চ বিদ্যালয় মাঠে বাদ আছর এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ৫শতাধিক লোকজন।
এ সময় তারা মোতালেব খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
উল্লেখ গত ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান দোহার উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোতাবেক খান।