1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০

কেরানীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধিঃ “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে’ সামনে রেখে কেরানীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হলো।

আজ (শনিবার) বিকেলে কদমতলী গোলচত্বর এলাকায় কেরানীগঞ্জ দক্ষিণ থানা ও কেরানীগঞ্জ মডেল থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সেল এর আয়োজন বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান ও মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ, দক্ষিন বিভাগ ( কেরানীগঞ্জ) ঢাকা জেলা ,ট্রাফিক ঢাকা রেঞ্জের অফিসার্স ইনচার্জ মোঃ জাকির হোসেন , দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সরজিৎ কুমার দাস, মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আশিকুর রহমান সহ দুই থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিল।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাহ জামান বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ। আমরা মনে করি সরকারি কার্যবিধিতে জনগণের সামনে যদি কোন অপরাধ সংগঠিত হয় তাহলে জনগণই পুলিশের ভূমিকা উপনিত হয়ে অপরাধীকে আটক ও দায়িত্ব পালন করতে পারবে। আমাদের লক্ষ্য হলো সমাজের সকল মানুষের নিরাপত্তা। সমাজে অনুকরণীয় অপরাধগুলো যেমন সন্ত্রাস, জঙ্গি, মাদক, ছিনতাই, ডাকাতি, নারীসংগঠিত যে অপরাধ সংগঠিত হয় কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজে এ সকল অপরাধ কমে এসেছে। তাই সমাজের প্রতিটি মানুষ এ জাতিয় অপরাধ ধমনে কমিউনিটি পুলিশের ভূমিকা পালন করতে পারবে।

এসময় ঢাকা জেলা দক্ষিণ বিভাগ ট্রাফিক ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, পুলিশ রাস্তায় সঠিক ভাবে দায়িত্ব পালন করায় সড়কের যানজট কমে এসেছে। আপনাদের জানমালের নিরাপত্তা দেয়া জঙ্গি, সন্ত্রাস, ডাকাতি ও ছিনতাই অপরাধীদের দমন করায় আমাদের সমাজে অপরাধ কমে এসেছে। তিনি জনগনকে কমিউনিটি পুলিশের ভূমিকা পালন করায় ধন্যবাদ জানান। সামনে দিনগুলোতে সহযোগিতা কামনা করেন। আরো বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓