নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহারে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খানের ছোট ভাই দোহার উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. মোতালেব খানের রুহের মাগফিরাত কামনায় তার নিজ প্রতিষ্ঠান মুক্তি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জয়পাড়া শাখায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ক্লিনিকের ২য় তলায় বাদ আছর এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক বাবু চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে মুক্তি ক্লিনিকের অন্যান্য পরিচালক,কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মুক্তি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জয়পাড়া শাখার চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোতাবেক খান।