কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: করোনাভাইরাস ও ডেঙ্গুসহ অন্যান্য ভাইরাস জনিত রোগের প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় ঢাকা জেলা সিভিল সার্জন অফিসের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন ঢাকা জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান,লালবাগের ওয়ার্ড কমিশনার মানিক,ঢাকা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মহসিন মিয়া, ডাক্তার কাজী ওমর ফারুক ও ডাক্তার রেজওয়ানা পারভীন প্রমূখ। এ কর্মশালায় করোনাভাইরাস ও ডেঙ্গুসহ অন্যান্য ভাইরাস জনিত রোগের প্রতিরোধ এবং সচেতনতা বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। কর্মশালায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত,এনজিও কর্মী ও গণমাধ্যম কর্মীগণ।