দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার ঘাটা এলাকায় আঞ্চলিক মহাসড়কে একটি ট্রাকে আগুন দিয়েছে দুবৃত্তরা। বুধবার রাত পোনে দশটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দোহার ঘাটা এলাকায় একটি ওয়ার্কশপে ক্রাউন্ট সিমেন্টের একটি ট্রাক রং এর কাজের জন্য রাস্তার পাশে রাখা হয়। বুধবার রাতে হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরই মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌছায় দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম ও দোহার থানা ওসি মো. মোস্তফা কামালসহ পুলিশের একটি দল। এসময় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছালে সম্মিলত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকন্ডের ঘটনায় কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এঘটনায় গাড়ির মালিকপক্ষ থেকে একটি নাশকতা মামলা করা হয়।
দোহার সার্কেল এএসপি মো.আশরাফুল আলম বলেন, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা অবনতি ঘটাতে দুবৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে। শীঘ্রই অপরাধীদের শনাক্ত করা হবে। এসময় তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং রাস্তার পাশে সকল প্রকার যানবাহন রাখা থেকে বিরত থাকতে বলেন।