নিজস্ব প্রতিবেদক.
ঢাকা দক্ষিণের সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক এশিয়া বার্তার ১৪ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ঢাকার দোহারের জয়পাড়া বেগম আয়েশা শপিংমলের ২য় তলায় কেক কেটে উদযাপন করা হয় পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী। এসময় সকল প্রতিনিধিদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। পরে প্রতিনিধিদের মাঝে আইডি কার্ড প্রদান করা হয় ও আগত অতিথিদের মাঝে উপহার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াশিম চোকদার, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর উদয় হুসাইন, দোহার প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক শেখ সোহেল রানা, এশিয়া বার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি সাব্বির হোসেন সুজন, ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক শাহাদাত হোসেন, মুক্তি কিøনিকের পরিচালক বাবু চৌধুরী ,যুবলীগ নেতা কাউসার আকন্দ, পৌরসভার কর্মকর্তা পিন্টু চোকদার, এশিয়া বার্তার সিনিয়র প্রতিনিধি আয়ান মাহমুদ, দুলাল মাহমুদ, নবাবগঞ্জ প্রতিনিধি সুমন হোসেন, সাইফুল সুজনসহ আরও অনেকে।