দোহার (ঢাকা) প্রতিনিধি.
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকার দোহারে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান। নির্বাচনে সুন্দর পরিবেশ বজায় রাখতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে বলে জানান জেলা প্রশাসক।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম,সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খান, দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ, দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান,নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলামসহ আরও অনেকে।