দোহার(ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার পদ্মানদীতে ৬৩টি গরুসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার মধুরচর এলাকায় গরুবোঝাই ট্রলারটি ডুবে যায়। এঘটনার পর ট্রলারে থাকা ৬৩টি গরুর মধ্যে ৩০টি গরু উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। তবে ট্রলারে থাকা গরুর বেপারী মো. মনির ( ৪০) ও তার ভাগ্নে সিয়াম ( ১২) নিখোঁজ রয়েছে।
ট্রলারে থাকা এক ব্যক্তি জানান, ফরিদপুরের টেপাখোলা বাজার থেকে গরু ক্রয় করে বুধবার ভোরে সিএমবিঘাট হয়ে দোহারের মেঘুলা ঘাটে যাচ্ছিলেন। এসময় দোহারের সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় এলে ট্রলারটির নিচে ক্ষতিগ্রস্ত হয়ে পানি ঢুকতে থাকে। মাঝি ট্রলারটি নদীর দিকে ভেড়ানোর চেস্টা করলেও ব্যর্থ হয়। এসময় ৬৩টি গরুসহ ডুবে যায় বহণকারী ট্রলারটি। এসময় ৩০টি গরু উদ্ধার করা হলেও বাকি গরুগুলো বেঁধে রাখায় ট্রলারসহ ডুবে যায়। সংবাদ পেয়ে দোহার উপজেলা প্রশাসন, দোহার থানা, দোহার কুতুবপুর নৌ পুলিশ, ফুলতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরি দল উপস্থিত হয়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ঢাকা ইউনিট বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও নিখোঁজ দুজনের কাইকেই খুঁেজ পাননি।