ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়নে তারা মিয়া (৫৬) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে এলাপাতারি পিটিয়ে গুরুত্বর জখম করেছে একই গ্রামের শাহাজাহানের ছেলে সোহাগ (২৭)।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের জয়নালের মোরে এ ঘটনা ঘটে।
আহতের স্ত্রী পারভীন আক্তার বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে জয়নালের মোরে আমার স্বামীকে সোহাগ হাতুড়ি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলাপাতারি পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমার স্বামী এমনিই অসুস্থ মানুষ, যদি মারা যেত তাহলে আমি ছোট বাচ্চা নিয়ে কোথায় যেতাম বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
আতহ তারা মিয়া বলেন, আমি সবজি কিনছিলাম এমন সময় শাজাহানের ছেলে সোহাগ হাতুড়ি দিয়ে আমার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলাপাতারি পেটাতে শুরু করে। অনেক রক্ত বের হলে আমি জ্ঞান হারাই পড়ে জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে ভর্তি।
দোহার থানার ওসি হারুন অর রশিদ জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।