কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। নিহত কয়েদির নাম মোঃ শমসের ফকির (৮০)।তিনি মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। সকালে হঠাৎ তিনি কারাগারের অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকনগন তাকে মৃত ঘোষণা করেন। নিহত শমসের ফকির ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার শেনপুর গ্রামের মৃত আরফান বেপারীর ছেলে।
কারাগার সূত্রে জানা যায় বন্দী শমসের ফকির হঠাৎ সকালে উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ইনফেকশন জনিত রোগে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ নেয়া হলে তাকে কর্তব্যরত চিকিৎসকগণ মৃত ঘোষণা করেন। তার কয়দী নম্বর -৯২০০/১৮।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া কয়েদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গের রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত সম্পন্ন হলে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।