দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-১ আসনে আসনের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য ও দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান দোহার ও নবাবগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা আবারও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় এনেছেন, এখন আমাদের লক্ষ্য একটি স্মার্ট বাংলাদেশ তৈরি করা। রবিবার সকালে নিজ আসনের (দোহার-নবাবগঞ্জ) জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে তিনি একথা বলেন। পুনরায় নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানান সালমান এফ রহমান। তিনি আরও বলেন, আমি নির্বাচনের আগে যে অঙ্গিকার করেছিলাম তা দ্রুত বাস্তবায়ন করবো।
সালমান এফ রহমান দিনব্যাপী নবাবগঞ্জ উপজেলার কৈলাইল, শোল্লা, বাহ্রা, বক্সনগর, কলাকোপা, যন্ত্রাইল, বান্দুরা,নয়নশ্রী, বারুয়াখালী, শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর ও দোহার উপজেলার নয়াবাড়ি, কুসুমহাটি, মাহমুদপুর, রাইপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার জনগণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় এমপির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলুসহ আরও অনেকে।
কাজী জোবায়ের আহমেদ
দোহার (ঢাকা)