নিজস্ব প্রতিবেদক. ঢাকার দোহারে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে এ. লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এ. লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়ানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আজাহারুল হক, প্রথম আলোর প্রতিনিধি ইকবাল হোসেন রতন, একুশের কন্ঠ পত্রিকার সম্পাদক মো. আলম হোসেন, বুরো চিফ আবুল হাশেম ফকির, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি তানজিম ইমলাম সহ আরও অনেকে।
এ সময় ৪ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।