কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা মডেল টাউন এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী ও আর্টিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাবার, পোশাক ও শীত বস্ত্র বিতরণ করা হয়। সকালে ঢাকা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে উদ্যোগে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাবার পোশাক ও শীত বস্ত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান( বি পি এম বার)। তিনি ওই বিদ্যালয়ে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। ঢাকা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী রেজওয়ানা রহমানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত নুর আলম, সাজেদুর রহমান, আমিনুল ইসলাম, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবীর,কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল ও বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন প্রমূখ।