কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা- ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন আগামী পাঁচ বছরে বিএনপি অস্তিত্ব সংকটে পরবে।তাদের দশা হবে মুসলিম লীগের মত। তারা এখন তাদের কর্মীদের উজ্জীবিত রাখার জন্য বিভিন্ন মিডিয়ায় এ সরকার বেশিদিন টিকবে না বলে নানা মন্তব্য করতেছেন। কিন্তু আগামী পাঁচ বছরে তাদের কর্মীরা হতাশ হয়ে পড়বে। তিনি আজ বৃহস্পতিবার বিকেলে কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ভাগনা কমিউনিটি সেন্টারে সংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷
কামরুল ইসলাম আরো বলেন, বাংলাদেশ এখন বিশ্বের কাছে স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিচিত৷ মেট্রোরেল, পদ্ধা সেতু, কর্ণফুলী টানেল, রাস্তা ঘাট, স্কুল, কলেজ সহ সকল ক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে৷ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে৷ ষড়যন্ত্র কারীদের কাজই ষড়যন্ত্র করা৷ জনগন থেকে বিচ্ছিন্ন একটি দল বিএনপি৷ তারা এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে৷
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগ সভাপতি, ইউসুফ আলী চৌধুরী সেলিম, সিনিয়র সহ-সভাপতি, শফিউল আযম খান বারকু,শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, আবুল হাসান মোস্তান, আওয়ামী লীগ নেতা মোঃ জিলহজ্জ ও ইয়ামিন প্রমুখ৷