নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে মাহমুদপুর ইউনিয়নে অবস্থিত চরবৈতা মুহাম্মাদীয়া মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মাদরাসা মাঠে এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেওয়া হয়। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি আলমাস হোসাইন,শিলাকোঠা হালিমাতুস সাদিয়া মাদরাসার পরিচালক মাওলানা খলিলুর রহমান, চরকুসুমহাট বায়তুস সালাম মাদরাসার পরিচালক মুফতি হেদায়াতুল্লাহ। চরবৈতা মুহাম্মাদীয়া মাদরাসার শিক্ষা সচিব মাওলানা নুর হুসাইন, সিনিয়র শিক্ষক মো.কামাল হোসেন সহ আরো অনেকে।