দোহার উপজেলা প্রতিনিধি: অদ্য ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: আসাদুজ্জামান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: আমীনুল ইসলামের নেতৃত্বে দোহার ও নবাবগঞ্জে অবৈধ যানবাহন, ঝুকিপূর্ণ গাড়িচালনা, হেলমেট পরিধান না করা, ফুটপাত ও রাস্তার পাশে অবৈধ দোকানের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ননবাবগঞ্জ থানার চৌরঙ্গীতে যানজট মুক্ত করতে রাস্তার উপরে রাখা সকল ভাসমান দোকানপাট উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়। একইদিনে নবাবগঞ্জের টিকরপুর, দোহার থানা মোড়, মেঘুলা বাজারে অভিযান পরিচালনা করে ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির কাগজের মেয়াদ উত্তীর্ণ হওয়া, মোটরসাইকেলে হেলমেট পরিধান না করা, ৩ জন উঠা, ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানোর করার কারণে মোটরসাইকেল, পিকআপ, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৬২,৫০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ, কাগজপত্র না থাকা, রুট পারমিটবিহীন গাড়ি, নসিমন, করিমনসহ মোট ২৯ টি গাড়ি আটক করে থানা হেফাজতে নেয়া হয়।
উক্ত অভিযান পরিচালনার সময় সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল জনাব মো: আশরাফুল আলম, অফিসার ইনচার্জ নবাবগঞ্জ থানা জনাব মো: মামুন অর রশীদ, পিপিএম, দোহার থানার অফিসার ইনচার্জ জনাব হারুন অর রশীদ, ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন-দক্ষিণ) জনাব জাকির হোসেনসহ থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ও অবৈধ দখল উচ্ছেদপূর্বক জনগণের চলাচল নির্বিঘ্ন করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।