1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে ভয়ভীতি দেখিয়ে থানায় মিথ্যা অভিযোগ করায় সংবাদ সম্মেলন - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০

কেরানীগঞ্জে ভয়ভীতি দেখিয়ে থানায় মিথ্যা অভিযোগ করায় সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৭ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে ভয়ভীতি দেখিয়ে থানায় মিথ্যা অভিযোগ করায় সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে ভয়ভীতি দেখিয়ে সাংবাদিক মোস্তফা কামালসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অভিযোগের বাদী প্রেসক্লাবের অফিস সহকারী মোঃ সাজ্জাদ হোসেন। কেরানীগঞ্জ মডেল থানার কদমতলী গোল চত্বর এলাকায় ঢাকা জেলা প্রেসক্লাবে আজ দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই অভিযোগ করেন । সংবাদ সম্মেলনে তিনি বলেন,, দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আমি ।

সংসারের দরিদ্রতায় লেখাপড়া চালিয়ে যেতে না পাড়ায় সাংবাদিক হাজী মোস্তফা কামাল স্যারের মাধ্যমে প্রেসক্লাবে পার্ট টাইম একটা কাজ পাই। উক্ত বেতনের টাকায় এখন আমি লেখাপড়া চালিয়ে যেতে পারছি। সেই কৃতজ্ঞতায় মোস্তফা স্যারকে সম্মান করি। হঠাৎ একদিন মোস্তফা স্যারকে মারার জন্য রায়হান স্যার কেরানীগঞ্জ প্রেসক্লাবে আটটি স্ট্যাম্প নিয়ে আসেন। বিষয়টি আমার বিবেকের তাড়নায় মোস্তফা স্যারের শ্যালক সাংবাদিক কায়েসকে জানিয়ে দেই।

উক্ত স্ট্যাম্পের একটি ছবি কায়েসকে দিয়ে দেই। বিষয়টি জানাজানি হয়ে গেলে, রায়হান স্যার, ইউসুফ স্যারসহ আরো অনেকেই আমাকে বলে ক্লাবের আলমারিতে দুই লক্ষ টাকা ছিল। সেই টাকা চুরির দায়ে তারা আমাকে ছয় বছর জেল দিবে এবং আমাকে আরো ভয়-ভীতি ও হুমকি দেন। তারা আরো বলে তাদের কথামতো আমি যদি কাজ না করি, তাহলে থানা পুলিশকে খবর দিয়ে আমাকে ধরিয়ে দেবে। মোস্তফা স্যার ও কায়েস ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কথা বলতে হবে। তাদের কথামত আমি ভয়ে তাই করতে বাধ্য হই।

আমাকে থানায় নিয়ে তাদের কথামত মিথ্যা অভিযোগ দিতে বাধ্য করে। আমি বিবেকের তাড়নায় সংবাদ সম্মেলনে সঠিক তথ্যটি আপনাদের কাছে তুলে ধরলাম। সাংবাদিক মোস্তফা কামাল স্যার একজন সৎ লোক। তার ও কায়েসের বিরুদ্ধে করা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমি আপনাদের মাধ্যমে সঠিক বিচার চাই। যারা আমাকে দিয়ে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেনের বাবা মোহাম্মদ রুবেল শেখ।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓