কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে সোনার বাংলা আবাসিক প্রকল্পের বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মডেল থানার কালিন্দী ইউনিয়নের গদারবাগে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সোনার বাংলা আবাসিক প্রকল্পের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হাজী মোঃ আনোয়ার হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনার বাংলা আবাসিক প্রকল্পের উপব্যবস্থাপনা পরিচালক আসাদ রাসেল, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল জাহান রিপন, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান মস্তান, সাধারণ সম্পাদক হাজী এহসান উদ্দিন, সোনার বাংলা আবাসিক প্রকল্প ও গ্রীন সিটি হাউজিন প্রকল্পের এইচ আর অ্যান্ড এডমিন কমল চন্দ্র পাল ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল গনি ।
বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচির উদ্বোধনের পর একটি র্যালি বের করা হয়। র্যালিটি সোনার বাংলা আবাসিক প্রকল্পের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এলাকাবাসীকে সচেতন করা হয়। বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচির উদ্বোধন কালে হাজী মো: আনোয়ার হোসেন বলেন, সোনার বাংলা আবাসিক প্রকল্প এলাকাকে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। পুরো প্রকল্প এলাকাটি সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। রয়েছে অনেক নিরাপত্তা কর্মী। এখানে কোন ধরনের অপরাধ করে কেউ পার পাবে না।
এছাড়া প্রকল্প এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পরিছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তারা এই প্রকল্প এলাকা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত থাকবে।