কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ আরিফ হোসেন অবশেষে র্যাব-১০ এর হাতে গ্রেফতার হয়েছে।
র্যাব-১০ এর উপ-পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম মোহাম্মদ মির্জা শাহিন। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার দুলিহাটা গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। সে উক্ত হত্যাকান্ডের পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।