নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ নানা সাথে সাজিয়ে রাখা পিঠাপুলি, তেল পিঠা, ভাপা পিঠা, মুকসল্লা, পাটিসাপটা, লালপোয়া পিঠা, ছানার পুলি পিঠা, নকশী পিঠা, সুন্দরী পাকন পিঠা সহ হরেক রকমের বাহারি পিঠার আয়োজন ।
ঢাকা নবাবগঞ্জের আইএফআইসি ব্যাংক গালিমপুর উপশাখায় আয়োজন করা হয় প্রতিবেশী মেলা পিঠা উৎসব। বুধবার সারাদিনব্যাপী চলে এ পিঠা উৎসব।
এ সময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক নবাবগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানেজার দেবুদাস দত্ত ও নবাবগঞ্জের বিভিন্ন উপশাখার কর্মকর্তা বৃন্দ। এছাড়া এ উৎসবে পরিবারসহ অংশ নেন আইএফআইসি ব্যাংক গালিমপুর উপশাখার কাস্টমারেরা তারা এই ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আনন্দ প্রকাশ করেন।