কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বৃহস্পতিবার যোগদান করেছেন মো. আবু রিয়াদ। তিনি বুয়েট থেকে নগর প্রকৌশল বিদ্যায় স্নাতকোত্তর করে ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছিলেন ।
কেরানীগঞ্জে যোগদানের আগে তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। এদিকে সদ্য বিদায়ী কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম আজকে সদ্য যোগদানকারী ইউ এন ও মোঃ আবু রিয়াদের নিকট তার দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এদিকে মোহাম্মদ ফয়সল বিন করিমকে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর মো. আবু রিয়াদ বলেন, ঢাকার উপকন্ঠে কেরানীগঞ্জ একটি ঐতিহ্যেবাহী এলাকা। মুক্তিযুদ্ধের সূতিকাগার। আমি এই উপজেলার বারোটি ইউনিয়নের সব পেশার মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।