কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মিরাজ (১৯), মোঃ শাওন (১৯), রুমান শিকদার (১৯), মোঃ রিপন (২৭)। আজ দুপুরে র্যাবের মিডিয়া সেন্টার থেকে এ
বিষয়টি নিশ্চিত করেন। র্যাব-১০ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ওই চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৪টি চাকু উদ্ধার করা হয়।
তিনি আরোও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিষ ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।