ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে ও রমজানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করা হয়েছে। ৯মার্চ শনিবার বিকেলে মিছিলটি জয়পাড়া বাজার মসজিদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় এসে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি কামাল হোসেন মাস্টারের সভাপতিত্বে ও এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা যুবায়ের আহমাদ সাকীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সিনিয়রসহ সভাপতি ডা.মাওলানা মোঃবিল্লাল হোসেন, সেক্রেটারি আলহাজ্ব হাফেজ রুহুল আমিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলাম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখা সাধারণ সম্পাদক মুফতি জিল্লুর রহমান আরেফী , ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন, ইসলামী ছাত্র আন্দলোন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.জামাল হোসেন প্রমুখ। মিছিল শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।