কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। কেরানীগঞ্জ সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার( ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এর নেতৃত্বে আজ দুপুরে আব্দুল্লাপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং লাইসেন্স না থাকায় দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ, সেনেটারী ইন্সপেক্টর মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বেঞ্চ সহকারি মোঃ খোরশেদ প্রমূখ। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন বলেন, সরকার নিয়ন্ত্রিত নির্ধারিত মূল্য তালিকা ছাড়া কোন ব্যবসায়ী যাতে অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করতে না পারে এজন্য ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল গুলোকে নিয়মিতভাবে সরকারের নির্দেশনা মোতাবেক তদারকি করার জন্য সেসব জায়গায়ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।