দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চাঞ্চল্যকর কহেল মুন্সি (৬৫) হত্যাকান্ডের প্রধান আসামি হৃদয় মুন্সি (২৩)কে গ্রেফতার করেছে র্যাব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় হত্যাকান্ডের ১২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার হয়।
সোমবার (১১ মার্চ) রাত ৯টায় ঢাকা জেলার নবাবগঞ্জ থানার চকরিয়া এলাকা থেকে র্যাব-৪ ও র্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে। হৃদয় মুন্সী সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের মধুরচর এলাকার ইসলাম মুন্সীর ছেলে।
র্যাব ১০এর সহকারী (মিডিয়া) পরিচালক ও পুলিশ সুপার এম.জে সোহেল মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে খুন হন কহেল মুন্সি। এ মামলায় হৃদয় মুন্সি এজাহারনামীয় প্রধান আসামী। হত্যাকান্ডের পর থেকেই সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
হৃদয় মুন্সিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।