দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ জাকিরুল ইসলাম খান ও অফিস সহায়ক মো. খলিলুর রহমানকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
গতকাল সোমবার (১১ মার্চ) দুপুরে মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে অধ্যক্ষ মুহাম্মাদ আতিকুর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মুহাম্মদ জাকিরুল ইসলাম খান ১৯৬৯ সালে শিক্ষার্থী হিসেবে ভর্তি হন এবং ১৯৮৬ সালে শিক্ষক হিসেবে মাদরাসায় যোগদান করেন। অন্যদিকে মো. খলিলুর রহমান ১৯৯২ সালে অফিস সহায়ক হিসেবে যোগদান করেন।
তাদের উভয়ের বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন।
বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ বক্তব্য রাখেন এবং বিদায় সংবর্ধিতদের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত মুহাম্মদ জাকিরুল ইসলাম খান ও মো. খলিলুর রহমানকে সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।