কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি:
এবার র্যাব-১০ এর হাতে ভুয়া র্যাব সদস্য গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ভুয়া র্যাব সদস্যের নাম মোহাম্মদ রফিকুল ইসলাম (৪২)। তার বাবার নাম মৃত আব্দুল মান্নান শেখ। বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার দক্ষিণ বাড়ি পদমদী গ্রামে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক মিডিয়া সহকারি পুলিশ সুপার এম জে সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় র্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ভুয়া র্যাব সদস্য পরিচয় দানকারী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে র্যাবের জ্যাকেট, ২ জোড়া হ্যান্ডকাফ, র্যাবের লঘু সম্মিলিত দুইটি চাবির রিং ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী বেশ কিছুদিন যাবৎ ঢাকার যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকয় র্যাব পরিচয় বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ভিকটিম মাহাবুব ঘরামী (৩৮) বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।