নিজস্ব প্রতিবেদক.
ঢাকার দোহারের সাতভিটা এলাকায় সরকারি হালট দখলের অভিযোগ উঠেছে ঐ এলাকার বাতেন ফকিরের বিরুদ্ধে। সরজমিনে গিয়ে জানা যায়, বাতেন ফকিরের বাড়ির সম্মুখে প্রায় ৪০ ফিট সরকারি হালটের জায়গা বালু দিয়ে ভরাট করে দখলে নেন তিনি। খবর পেয়ে উপজেলা প্রশাসন ভরাট কার্যক্রম বন্ধ করে দেয়। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে আবার ভরাটের চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া যায়। স্থানীয়রা জানান, সরকারি ঐ হালটেই আবার মাটি দিয়ে ভরাটের কাজ শুরু করেছেন বাতেন ফকির। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এনিয়ে কেউ প্রতিবাদ করলে তাকে মারধরের হুমকি দেন বলেও জানান অনেকে। এমন ঘটনায় স্থানীয়দের মাঝে বিরাজকরছে ক্ষোভ। আশেপাশে ঘুরে দেখা যায়, সরকারি এই হালটটির অধিকাংশ জায়গা বাতেন ফকির ছাড়াও আরো অনেকে দখল করে নিয়েছেন। যার ফলে সামান্য বৃষ্টিতে পানিবন্দী হয়ে পরে ঐ এলাকার কয়েক হাজার মানুষ। এঘটনায় প্রশাসনের আইনি পদক্ষেপ কামনা করেন স্থানীয় বাসিন্দারা।
এবিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মামুন খান বলেন, এর আগে বাতেন মিয়াকে সরকারি হালটে ভরাট কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে। নতুন করে ভরাটের চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে।