মোঃ সুমন (নবাবগঞ্জ ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান পরিষদের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা, অনলাইন মনোনয়ন দাখিল ও সংশোধিত নীতিমালা অবহিতকরণের লক্ষে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল এতে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ জালাল, সম্ভাব্য প্রার্থীদের সমর্তক ও ইউপি চেয়ারম্যান সহ প্রমুখ।