দোহার প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার দোহারের চর জয়পাড়া এলাকায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি আনার কলি পুতুল। দোহার ও নবাবগঞ্জের প্রায় পাঁচ হাজার পরিবার এই খাদ্য সামগ্রী পাবেন বলে জানান তিনি। পুতুল বলেন, আওয়ামীলীগ সরকার সবসময় মানুষের পাশে ছিলো আগামীতের এর ধারাবাহিকতা থাকবে।
ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছাস প্রকাশ করেন উপকারভোগীরা। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা শওকত খান, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মো.সালাহ্উদ্দিনসহ আরও অনেকে।