কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন জাপানিদের কালচার খুবই আধুনিক। জাপান একটি বিখ্যাত দেশ। বিশ্বযুদ্ধের পর দেশটি ছিল ধ্বংসপ্রাপ্ত। তাদের কিন্তু তেল ও কয়লা কিছুই নেই। কোনরকম প্রাকৃতিক সম্পাদও তাদের নেই। শুধু তাদের নিজেদের চেষ্টার মাধ্যমে তারা দেশটিকে স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে উন্নতি করতে পেরেছে। জাপান যা তৈরি করে তা পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস হিসেবে পরিচিতি পায়। জাপানিদের কালচার খুবই আধুনিক। আজ সকালে কেরানীগঞ্জের জিনজিরার কসাইভিটা এলাকায় হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্র ও জাপান দূতাবাসের যৌথ আয়োজনে ক্যালিগ্রাফি কর্মশালার প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন এই ক্যালিগ্রাফি কর্মশালার মাধ্যমে জাপান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের গভীর সংযোগ আরো বেড়ে উঠবে। সংস্কৃতিক বিনিময় এবং শৈল্পিক অভিব্যক্তি প্রকাশ ঘটবে। এই কর্মসূচির মাধ্যমে জাপানি ক্যালিগ্রাফির সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে কর্মশালায় অংশগ্রহণকারীরা বিশদভাবে জানতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি,প্রতিমন্ত্রীর সহধর্মিনী সীমা হামিদ, নবনির্বাচিত কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন ও জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু প্রমূখ।
অভিজ্ঞ বিখ্যাত জাপানি ক্যালিগ্রাফি শিল্পী, মিসেস সাতোকো আজুমা কর্মশালাটির নেতৃত্ব দেন। কর্মশালাটি ৫টি দলে বিভক্ত করা হয়েছে। প্রতিটি দলে ২০ জনকরে প্রতিযোগী অংশগ্রহণ করে এবং প্রতিটি সেশন ৩০ মিনিট স্থায়ী হয়। এই কর্মশালায় অংশগ্রহণকারীরা জাপানি ক্যালিগ্রাফির চমৎকার বিশ্বে প্রবেশ করার সুযোগ পাবেন। সকাল দশটায় শুরু হয়ে বিকেল ৩টায় কর্মশালাটি শেষ হয়।